রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘আমার জানায় এ পর্যন্ত নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গত অর্থমন্ত্রীও (আবুল মাল আব্দুল মুহিত) স্বীকার করেছেন, পাঁচ লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায়।’
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে ওয়াকার্স পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, ‘ক্যাসিনো চালকরা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এদের ছাড়বেন না, এদের শিকড় অনেক গভীরে, এরা অনুপ্রবেশকারী হয়েও ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে।’
দেশে উন্নয়ন হলেও এর সুফল গুটিকয়েক লোকের হাতে চলে যাচ্ছে জানিয়ে মেনন বলেন, শতকরা মাত্র পাঁচজন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে।
রাজনীতিকে দুর্বৃত্তায়ন করা হচ্ছে দবি করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা রাজনীতিতে ঢুকে পড়ছে। সংসদে বড়লোক ও ব্যবসায়ী-মিল মালিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে।’
পার্টির জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি আব্দুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি মনোজ কুমার গোস্বামী প্রমুখ।
Leave a Reply