সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে এক নারী নিয়ে দুই বন্ধু পাশাপাশি বসে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় সাতজন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনা ঘটেছে রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শারিখখালী গ্রামের।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার শারিকখালী গ্রামের শান্ত ও হাসিব একজন মেয়েকে নিয়ে রবিবার রাত সাড়ে নয়টার দিকে ওই গ্রামের শরীফ বাড়ীর দরজায় এসে বেঞ্চে বসে কথা বলছিল। এ সময় ওই বাড়ির আমিন শরীফ তাদের দেখে এতো রাতে একটি মেয়েকে নিয়ে আসার কারণ জানতে চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই বন্ধু আমিনকে মারধর করে।
আমিনের ডাক চিৎকারে তাদের বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় দু’পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত শহীদুল ইসলাম, শান্ত, হাসিব, ফরিদা বেগম ও আমিন শরীফকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত শহীদুল ইসলাম বলেন, নির্বাচনী জের ধরে আমিন শরীফ ও তার লোকজন আমাদেরকে মারধর করেছে।
আহত আমিন শরীফ বলেন, আমি মাছ ধরতে যাচ্ছিলাম। এমন সময় আমাদের দরজায় শান্ত ও হাসিবকে একটি মেয়ে নিয়ে পাশাপাশি বেঞ্চে বসে কথা বলতে দেখি। আমি তাদের এ অবস্থায় থাকতে দেখার কারণ জানতে চাইলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply