রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল// ভাই আমরা জামাত ,বিএনপি ও আ-লীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং করি। রাস্তায় অটো গাড়ি চালাতে দেয় না পুলিশ তাই সাদেক ভাইর প্রতিটি সভায় অংশ গ্রহন করি। আমি সংগঠনের সহ সভাপতি হিসাবে রয়েছি। দেয়ালে পিট ঠেকে গেছে আমার দল ও ক্ষমতায় নাই তাই আ-লীগের লোক জনের মিলে চলি। রাস্তায় যেন গড় চালাতে পারি সেই জন্য বাধ্য হয়ে সাদেক ভাইকে কাছে পাওয়ার জন্য মিছিল মিটিং করি। আমার সাথে জামাত বিএনপি সবাই এখন একসাথে আ-লীগের সাথে পথ চলি। এমনটি বক্তব্য প্রতিবেদককে জানায় বিএনপি নেতা মোশারফ গাজী। আ-লীগ নেতাকর্মীদের সংগঠনে বিএনপি নেতার ভরপুৃর কার্যক্রম চলছে বলে অভিযোগ পাওয়া গেছে একটি সংগঠনের বিরুদ্ধে ।
সাধারন অটো চালকদের অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল নগরীর রুপাতলী মটর সাইকেল স্ট্যান্ড সংলগ্ন বরিশাল জেলা ও মহানগর অটো শ্রমিক ইউনিয়ন রেজিং নং (১৬৭৩)নামক সংগঠনের সাধারন অটো চালকরা সহ ওয়ার্ড আ-লীগ নেতারা র্দীঘদিন ধরে ক্ষমতাশীন দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেন। কিন্তু ওই সংগঠনের বর্তমান সহ সভাপতি ও বিএনপির নেতা মোশারফ গাজী বিরুদ্ধে রয়েছে সরকার বিরোধী কর্মকান্ডের নানা অভিযোগ। গত কয়েক বছরে আ-লীগ সরকারের পতন ঘটাতে উঠে পরে লেগেছে বিএনপি জামাত জোট সরকার ।
দেশের বিভিন্ন স্থানের মত বরিশালে ও গাড়ি ভাংচুর , মানুষ হত্যা ,জ্বালাও পোড়াও সহ সরকার বিরোধী নানা ঘটনা ঘটে প্রতিনিয়ত। তবে একটি সূত্রে জানা যায়, নলছিটি সহ নগরীর ৩/৪টি ওয়ার্ডে বিএনপির ও জামাত শিবিরের অর্থ যোগান দাতা হিসাবে দায়িত্ব পালন করেন ওই সংগঠনের সহ সভপতি ও বিএনপি নেতা মোশারফ গাজী । তবে সাধারন মানুষের প্রশ্ন? এত বড় একটি সংগঠনে বিভিন্ন পদে আ-লীগের নেতাকর্মীরা থাকলে ও ভূইফোড় মোশারফ গাজী রয়েছেন একটি গুরুত্বপূর্ণ পদে । যা নিয়ে অটো চালকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক অটো চালাক জানায়, মোশারফ গাজী বরিশাল জেলা ও মহানগর অটো শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকরা নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ নানা কর্মসূচিতে অংশ গ্রহন করেন। মোশারফ গাজীকে কোন দিন কেই কোন সূচিতে অংশ গ্রহন করতে দেখে নি।
করে এবং তারা আ-লীগের বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেন। তা ছাড়া তিনি প্রতিদিন একবার বিএনপি অফিসে নেতাদের সাথে দেখা করে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা। এদিকে ওই সংগঠনের সভাপতি দায়িত্বে রয়েছেন একজন সিনিয়র আ-লীগ নেতা । তবে এ বিষয় নিয়ে নগরবাসীর ভিতর একটি তীব্র সমলোচনার ঝড় বইছে ।
অভিযোগ সূত্রে আরো জানা যায়, মোশারফ গাজীর বাড়ি নলছিটি । সে নগরীর ৪নং ওয়ার্ডে মহাবাজ নাম স্থানে বসবাস করেন। সাধারন অটো চালকদের রক্ত চুষে খেয়ে হয়েছে লক্ষ লক্ষ টাকার মালিক । তবে তিনি নগরীতে সুদখোর হিসাবে বেশি পরিচিত লাভ করেন। এবিষয় বরিশাল জেলা ও মহানগর অটো শ্রমিক সংগঠনের সভাপতি আজিজুর রহমান শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
Leave a Reply