সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইভানের পরিবারকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ভোলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইভান জানায়, রাজনৈতিক বিরোধিতার জের ধরে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার বাড়িতে জেলা ছাত্রলীগ সভাপতি পাপন ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় ইভানকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের পিস্তল দেখিয়ে হুমকি দেয়। এ সময় বিকট শব্দে ফাঁকা গুলি ছোড়ে পাপন।
ইভান আরও জানায়, ঘটনার পর তার বন্ধুদের নিয়ে থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে শহরের উকিল পাড়া পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পাপন অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, ধারালো অস্ত্র ও রামদা নিয়ে উকিল পাড়া এলাকায় মহড়া দেয় ছাত্রলীগ সভাপতি পাপন। রাতভর দুই পক্ষের উত্তেজনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
এ দিকে হিমেল মাহমুদ, জাকারিয়া অমি, নেওয়াজ শরিফ কুতুব ও রায়হানসহ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা জানায়, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন বিবাহিত এবং অছাত্র। তাই সংগঠনের চাইতে তার কাছে ব্যক্তি স্বার্থই বড়। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ইভানের পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন পার করছে। যেই নেতাদের কাছে তাদের কর্মীরা নিরাপদ নয় তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিবাহিত এবং অছাত্র এই কমিটির বিলুপ্তি দাবি করেন তারা।
ভোলা সরকারী কলেজ ছাত্র লীগের সাধারণ কর্মীরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির না হলে আন্দোলনে নামার ঘোষণা দেয়। জেলা আওয়ামী লীগ ও ভোলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদের কাছে এর বিচার দাবি করেন তারা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ভয়েস অব বরিশাল.কমকে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply