মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রুবেল চন্দ্র মজুমদার (২৩) ও মো. জাকির (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ ঘটনায় মো. রাকিব (২২) ও খোকন কবিরাজ (৪৫) নামে দুইজন আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল লালমোহন পৌর ২নং ওয়ার্ডের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে ও জাকির চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের বাসিন্দা বশির আলমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালের দিকে রুবেল চন্দ্র মজুমদার খোকন কবিরাজকে নিয়ে লালমোহন ও জাকির রাকিবকে নিয়ে ভোলা সদরে যাচ্ছিলেন।
লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় আসলে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুই মোটরসাইকেল চালক রুবেল চন্দ্র্র মজুমদার ও মো. জাকির এবং মোটরসাইকেল আরোহী রাকিব ও খোকন কবিরাজ আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে রুবেল চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. জাকিরের মৃত্যু হয়।
এছাড়াও আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply