মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুর থেকে এ ঘটনায় আহতদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, অনেকেই ছররা গুলিতে আহত। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, আহতরা হলেন- বোরহানউদ্দিনের শিশু মো. মুন্না (১৩) আবুল কালাম (৩৮), আবু তাহের (৩০), মিজানুর রহমান (৩০), ইউনুফ (৬০), নান্টু (৪০), মাকসুদুর রহমান (১৮), তানভীর (৩০), ওয়ালিউল্লাহ (২৪), সিদ্দিক (২৮), শামীম (১৮), সোহরাব (৩০), আল আমিন (১৮), জামাল (২৫), কবির (৩৫), আলাউদ্দিন (৪২), সোহেল (২৬), হান্নান (৪৫), রিয়াজ (২৯), ইমাম হাসান (২৬), নুরুল ইসলাম (৩৫), রকিব (১২), মনির (১৭), রাকিব (১৫), হাসিব (১৪) তাজুল ইসলাম (৫৫), সুজন (৩৫), সিদ্দিকুর রহমান (২৩), শাহান (১৭) ও জাহিদুল (২৫)।
আহতদের মধ্যে শিশু মো. মুন্না জানান, বোরহানউদ্দিন জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ ছিল। সমাবেশে আসাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়লে সে আহত হয়।
আল আমিন নামে আরও একজন জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ্ডে মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম অবস্থান নিয়েছে।
Leave a Reply