মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি।। বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের মায়ারহাট গ্রামের বাসিন্দা, ভোড়া কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) গতকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভোড়া কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হইবে।
জানা গেছে, আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে ভুগছিলেন।
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরের সাব-সেক্টর বামনা উপজেলার বুকাবুনিয়ায় অবস্থিত ছিল। ওই বুকাবুনিয়া সাব-সেক্টরের সেক্টর কমান্ডার আব্দুল জলিলের নেতৃত্ব মুক্তিযুদ্ধ করেছিল। ৩ ডিসেম্বর বরগুনা শহর হানাদার মুক্ত হওয়ার প্রধান ভূমিকা পালন করেন তিনি।
তার মৃত্যুতে বরগুনা জেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বেতাগী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মুক্তিযোদ্ধাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply