মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ শেষ পর্যন্ত বরিশাল- বরগুনা রুটে বাস চলাচল শুরু হয়েছে । গত ১ জুন থেকে সারা দেশে বাস চলাচল শুরু হলেও পটুয়াখালীর মির্জাগঞ্জে বাস প্রতি ৫০ টাকা করে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ছিল এই রুটের বাস চলাচল।
এ ছাড়া মালিক সমিতি অনুযায়ী বাস চলাচলের অংশীদারিত্ব সঠিক নেই বলে অভিযোগ করেছিল মীর্জাগঞ্জ মালিক সমিতি। মঙ্গলবার এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় ।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে বাস পরিচালনা করতে গিয়ে এমনিতেই লোকসানের মুখে পড়েছি আমরা।
তারপর আবার মীর্জাগঞ্জে বাস প্রতি চাঁদা দাবি করার কারণে জটিলতার সৃষ্টি হয়। ফলে বন্ধ থাকে বাস চলাচল। মীর্জাগঞ্জ মালিক সমিতির নেতাদের দাবি, ‘মালিক সমিতি পরিচালনা প্রশ্নে খুবই সামান্য একটা টাকা নেয়া হয়। এটা সবাই নেন।
তাছাড়া এই রুটে বাস চলাচল প্রশ্নে বরিশাল-বরগুনা এবং মীর্জাগঞ্জ মালিক সমিতির সমান অংশীদারিত্ব থাকার কথা থাকলেও তা মানছিল না বরগুনা মালিক সমিতি। মূলত এই নিয়েই জটিলতার সৃষ্টি হয়।
সর্বশেষ সোমবার পটুয়াখালীর পুলিশ বিভাগের সহায়তায় একটি বাস বরগুনা থেকে বরিশালে আসে। পরে সোমবার বিকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকে বসে মালিক সমিতিগুলোর নেতারা।
সেখানে জনদুর্ভোগ নিরসনে বাস চলাচল শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হয় এই রুটের বাস চলাচল।
বর্তমানে ৩ মালিক সমিতির সমান অংশীদারিত্বের ভিত্তিতে এই রুটে বাস চলছে। তাছাড়া চাঁদা আদায়ও বন্ধ রয়েছে। বাস চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ লাঘব হয়েছে এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীর।
Leave a Reply