মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেনারেল হাসপাতালে এন-৯৫ মাস্কের অভাব নিয়ে চিকিৎসকের স্ট্যাটাসের পর এক আওয়ামী লীগ নেতা হাসপাতালের জন্য একশতটি মাস্ক দিয়েছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী মশিউর রহমান সিহাব হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য এই এন-৯৫ মাস্ক পাঠিয়েছেন।
শুক্রবার ( ১৭ এপ্রিল) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিনের হাতে মাস্ক পৌঁছে দেওয়া হয়। বরগুনা জেনারেল হাসপাতালের একমাত্র করোনা প্রশিক্ষণপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ডা. কামরুল আজাদ এন-৯৫ মাস্কের অভাব নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন।
বরগুনা জেনারেল হাসপাতালে তিনজন কোভিড-১৯ রোগীসহ ২৩ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন।
Leave a Reply