মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মসজিদের বিদ্যুৎ লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ওই কলেজ ছাত্রের নাম মো: মহিন (১৮)। সে বামনা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং বামনা সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের মো: ইউনুসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মো: মহিন তাদের বাড়ির মসজিদের বিদ্যুৎ লাইন সংস্কারের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কম্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াস তালুকদার জানান, পরিবারের লোকজনের দাবী মহিন বিদ্যুস্পৃষ্ট হয়েই মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক এবং আল্লাহর ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাই আমরা ময়না তদন্ত ছাড়াই এবং পরিবারের দাবির প্রেক্ষিতে তাদের কাছ থেকে অঙ্গিকারনামা গ্রহণ পূর্বক লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply