সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে জমি ক্রয় করে বিপদে পড়েছে ক্রেতা। একের পর এক মামলায় পর্যুদস্ত হয়ে বিভিন্ন অফিসে ও রাজনীতিবিদদের কাছে ঘুরে বেড়াচ্ছো উপজেলার সোনাখালী গ্রামের অসিম বিশ্বাস ও তার পরিবার।
মূলত আঠারগাছিয়া ইউপির সোনাখালী গ্রামের অবনি বিশ্বাসের পুত্র অসিম বিশ্বাস ২০১৯ সালের মার্চ মাসের ২৫ তারিখ একই গ্রামের নিখিল চন্দ্র বিশ্বাসের পুত্র নিলমাধব চন্দ্র বিশ্বাসের রেকডিও সম্পত্ত্বি থেকে সোনাখালী মৌজার ৫৭১ দাগ নং ১১১৬,১১২১,১১২৬,১১২৭দাগের জমি থেকে ২১ শতক জমি সাব কবলা সূত্রে ক্রয় করেন। যা আমতলী সাবরেজিষ্ট্রি অফিসের দলিল নং ১৫১৪/১৯।
জমি ক্রয়ের পর থেকেই এলাকার একই গ্রামের মৃত ইউনুস তালুকদারের পুত্র বশির তালুকদার জমির মধ্যে জমি পাবে বলে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
সম্প্রতি অসিম বিশ্বাস তার ক্রয় করা জমিতে ঘর উত্তোলন করেন। কিন্তু বশির তালুকদার ও তার সাথে থাকা সন্ত্রাসীরা ঘর ভেঙ্গে ফেলে দেয়।
ইউপি চেয়ারম্যাম হারুন অর রশিদ জানান, জমি নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা চলমান আছে। আমি উভয় পক্ষকে সংযত থাকার কথা বলেছি।
বশির তালুকদার মুঠোফোনে জানান, অসিম বিশ্বাসের পূর্বে সে জমি ক্রয় করেছে। এ জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ও রয়েছে বলেও জানান। আমতলী থানার এসআই আবুল বাশার মুঠোফোনে বলেন, সম্পত্তি নিয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply