মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্ব পালনরত ৩৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জেলা প্রশাসকের পক্ষ থেকে ইফতারিসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পরিবার-পরিজন রেখে সার্বক্ষণিক করোনা ইউনিটের রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এতে করে পরিবারের বাজারও তারা ঠিকমতো দিতে পারছেন না। আমরা এই সব করোনাযোদ্ধাদের পরিবারের নিকট নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।
বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. সোহরাব উদ্দিন খানের নিকট চাল, ডাল, তেল, চিনি, লবণ, সবজি, মুরগীসহ ৩৫ জনের খাবার জেলা প্রশাসকের পক্ষে এনডিসি এনামুল হাসান পৌঁছে দিয়েছেন। এ সময় করোনা ইউনিট ইনচার্জ মেডিকেল অফিসার ডা. মো. কামরুল আজাদসহ তার সহকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচালক ডা. সোহরাব উদ্দিন খান বলেন, জেলা প্রশাসক মানবিক অনুভূতি দিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবারের জন্য সহায়তা দিয়েছেন। এ জন্য সত্যি আমরা তার কাছে কৃতজ্ঞ।
Leave a Reply