মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে হরিণের একটি মাথা, তিনটি চামড়া ও ১২টি পা উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড পাথরঘাটা বনবিভাগের কাছে উদ্ধারকৃত জিনিস হস্তান্তর করে। গতকাল রাত ১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় রাত ১১টার দিকে অভিযান চালানো হয়।
অভিযানে রাত ১টার দিকে একটি পাতিলের ভিতর থেকে হরিণের তিনটি চামড়া, একটি মাথা ও ১২টি পা উদ্ধার করা হয়।
পরে সকালে বনবিভাগের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয় আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
Leave a Reply