মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় নিহতদের উদ্দেশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম চলাকালীন গৃহীত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে সরকারি স্কুল মাঠে দোয়া অনুষ্ঠানের কর্মসূচির ডাক দিয়েছিল সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। আর দোয়া-মুনাজাতে সেখানে যেন জনসমাগম না হয় তাই ভোলার সাতটি উপজেলার সঙ্গে বাস এবং বরিশাল ও লক্ষ্মীপুরের সঙ্গে নৌ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ভোলার অভ্যন্তরীণ ও বহির্গমন রুটে সকাল থেকে বাস ও নৌ চলাচল বন্ধ থাকার পর বিকাল ৩টার দিকে পুনরায় তা স্বাভাবিক হয়েছে।
অবশ্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতেই জেলা প্রশাসন সংগঠনটিকে দোয়া মুনাজাত অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে চিঠি দেয়। পাশাপাশি মুনাজাত স্থলসহ জেলা সদরজুড়ে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড মোতায়েন ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকে বন্ধ থাকার পর বিকাল ৩টার পর থেকে বাস ও নৌ চলাচল শুরু হয়েছে। ফলে ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, তিন দিনের কর্মসূচি ঘোষণা করলেও সোমবার (২১ অক্টোবর) থেকে জেলা প্রশাসনের সভা-সমাবেশ করতে নিষেধাজ্ঞার কারণে কোনো কর্মসূচিই পালন করতে পারেনি সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ।
এ দিকে, সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান জানান, সংগঠনের নেতাসহ সদস্যদের সঙ্গে মিটিংয়ে বসে সকলের সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার (২৭ অক্টোবর) নাগাদ ৬ দফা আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে। এর আগে ঘটনার প্রতিবাদে গত সোমবার ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্বরোচিত এ ঘটনার জন্য দোষীদের শাস্তিসহ ৬ দফা দাবি পূরণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়।
৬ দফা দাবিগুলো হলো-
১। অনতিবিলম্বে ভোলা জেলা পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিসহ তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলি বর্ষণকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
২। মহানবী (স.) ও মহান আল্লাহ তায়ালা এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ ও কটূক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে।
৩। মহানবী (স.) ও মহান আল্লাহ তায়ালা এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ ও কটুক্তিকারী বিপ্লব চন্দ্র শুভকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
৪। ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় সংঘর্ষে শাহাদাত বরণকারী ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।
৫। সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৬। বোরহানউদ্দিনের ঘটনায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে পাশাপাশি হয়রানিমূলক মামলা বা কাউকে গ্রেফতার করা যাবে না।
মাওলানা মিজানুর রহমান আরও জানান, ৬ দফা দাবির মধ্যে আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। তবে, এখনো কেউ সহায়তা পায়নি।
Leave a Reply