মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ চাঁদাবাজি বন্ধ না করলে বুধবার থেকে বরগুনার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ। শনিবার দুপুরে বরগুনা সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মোস্তফা কিসলু।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলহাজ সাইনুল ইসলাম ছগির, নির্বাহী সভাপতি নিজামুল আহসান নাজেম, বাবুল মিয়া বাদশা, আশুতোষ, আবদুস শাকুর, ফারুক সিকদারসহ বাস মালিক সমিতির সদস্যরা।
সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, বরগুনা-মির্জাগঞ্জ-বরিশাল রুটে ৮৫ কিলোমিটার সড়ক তিন জেলার অন্তর্গত। তিন জেলা নিয়ে ওই সড়ক। আমরা তিন জেলা বাস মালিক সমিতি সমন্বয় করে দীর্ঘদিন বাস চালিয়ে আসছি। করোনাভাইরাসের কারণে সারাদেশের ন্যায় বরগুনা বাস মালিক সমিতি বাস বন্ধ রাখে।
এ মাসের ১ তারিখ সড়ক খুলে দিলে পটুয়াখালী জেলার অধীন মির্জাগঞ্জ ও সুবিদখালীর কথিত বাস মালিক সমিতির সভাপতি বারেক সিকদার ও সাধারণ সম্পাদক সবুজ মৃধা আমাদের বাস থেকে যাত্রী নামিয়ে দেন।
সভাপতি আরো জানান, বরগুনা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বাস থেকে আপ-ডাউনে তারা ৫০০ টাকা করে চাঁদা নেয়। শুধু তাই নয় তাদের চারটি বাস অবৈধভাবে বরগুনা মির্জাগঞ্জ বরিশাল সড়কে চালাতে দিতে হবে। এসব বিষয় নিয়ে বরিশাল-পটুয়াখালী ও বরগুনা জেলা সমিতি ৯ জুন হতে দফায় দফায় সভা করলেও মির্জাগঞ্জবাসী সভার সিদ্ধান্ত মানতে চাইছে না।
বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাইনুল ছগির জানান, আমরা প্রশাসনের কাছে এ বিষয় নিয়ে আলোচনা করার পরও মির্জাগঞ্জ সমিতি কোনো সিদ্ধান্ত মানছে না। মির্জাগঞ্জ পটুয়াখালী সমিতির অধীনে। তারা বাস চালাতে পারবে কিনা সেই সিদ্ধান্ত পটুয়াখালী সমিতি দিবে। পটুয়াখালী ও বরিশালের বাস পটুয়াখালী সীমানা পর্যন্ত চলাচল করে। অথচ বরগুনার বাস চলাচলে বাধা দিচ্ছে মির্জাগঞ্জ সমিতি।
বরগুনা সমিতির নেতারা আরো জানান, তিনদিনের মধ্যে বরগুনা বাস মালিক সমিতির বাস ওই রুটে চলাচল করতে না দিলে বরগুনা সমিতি আগামী বুধবার থেকে দূর পাল্লার পরিবহনসহ সব বাস অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ করে দেবে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সবুজ মৃধা জানান, ৯ জুন মির্জাগঞ্জ উপজেলায় যে সিদ্ধান্ত হয়েছে তা পটুয়াখালী ও বরগুনা সমিতি মানতে চায় না। আমাদের ১২টি বাস। মাত্র ৪টি বাস চলাচলের অনুমতি চাই। আমাদের সড়ক দিয়ে বরগুনা পটুয়াখালী বাস চালাবে অথচ আমাদের কোনো সুযোগ দিবে না। যতদিন আমরা সুযোগ না পাবো ততোদিন বাস চলাচল বন্ধ থাকবে। উল্লেখ্য, ১ জুন হতে ওই রুটে বাস চলাচল বন্ধ থাকায় বরগুনার জনগণ চরম দুর্ভোগে পড়েছেন।
Leave a Reply