মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে জমজমাট জুয়ার আসর চালাচ্ছে কবির মুন্সী। নামটি মুন্সী হলেও নামের সাথে কাজের কোন মিল নেই। কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ভূয়া সংগঠনের নাম ব্যবহার করে আলিশন অফিস নিয়ে সেটার মধ্যে চলে রমরমা জুয়ার বানিজ্য। এসব কাজের শেল্টার দাতা হিসাবে কাজ করছেন কথাকতিথ সচিব সুখরঞ্জন নামের এক ব্যক্তি। সরেজমিন ও স্থানীয়রা জানান, ভাই এই ক্লাবটি আগুন এটা মুক্তিযোদ্ধা পরিবার কল্যান অফিস।
এই অফিসে বসে আড্ডা দেয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। আলিশন অফিসের মধ্যে তিনটি টেবিল দিয়ে দিনের বেলায় বসে জুয়ার আসর।
জানা গেছে বরিশাল শহরের মধ্যে সবচেয়ে বড় জুয়ার স্পট।এখানে প্রতিদিন লাখো টাকার খেলা চলে।এই জুয়ার বোর্ডের দায়িত্বে রয়েছেন হুমায়ন কবির মুন্সী। হুমায়ন কবির মুন্সী প্রশাসনের সকলকে ম্যানেজ করেই এই জুয়া চালাচ্ছেন।
তিনি আরো জানান,কোতয়ালী পুলিশ,সহ সবাই টাকা নেয়। আপনি যোগাযোগ করেছেন তাই আপনাকেও টাকা দিবো।
এভাবে টাকা দিয়েই রমরমা জুয়ার আসর চালিয়ে যাচ্ছে হুমায়ন কবির মুন্সী। নিজেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে জানান, ভাই দল করি নিউজ করলে কোন লাভ হবে না।
তাই আপনার সাথে দেখা করি এর পরে যা খশি করিয়েন। তিনি আরো বলেন আপনার পত্রিকায় এক সাংবাদিক টাকা নেয়। আপনি আবার ফোন দিলেন কেন এমনটাই জানালেন বরিশালের শেষ্ঠ জুয়ারু কবির মুন্সী। জুয়ারু কবির মুন্সী’র আড্ডা খানা থেকে নিশ্ব হয়েছে অনেকে।
জুয়ারু কবির মুন্সীর কারনেই আজ যুবসমাজ ধংনের মুখে পড়েছে। দিনের বেলায় প্রকাশ্য এই জুয়ার বিষয়ে কথা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জানা নেই তবে আমার কোন পুলিশ সদস্য এই জুয়ার সাথে জরিত বা টাকা নেয়ার প্রমান দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে আমি খবর নিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিব।
Leave a Reply