মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত্র বিরোধকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ওমরপুর ইউনিয়নের আলীগাঁ ১নং ওয়ার্ড ফরাজি বাড়ী সংলগ্ন এলাকায় আবুল কাসেমের স্ত্রী মিনারা বেগমকে ওয়ারিশী সম্পদ বন্টনকে কেন্দ্র করে তার ভাই কাঞ্চন,নবী উল্লাহ ও তার স্ত্রী হালিমা ভাইপো মনিরের স্ত্রী আসমা এবং রাকিব কর্তৃক লাঠিসোটা দিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নির্যাতনের শিকার মিনারা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবত আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৮ শতাংশ জমিতে বসতঘর ও চাষাবাদযোগ্য ৮শতাংশ জমি ভোগ দখল করতেছি। সম্প্রতি আমার ভাই নবী উল্লাহ,কাঞ্চণসহ অন্যান্য স্বজনরা মিলে এবং স্থানীয় সহীদ ফরাজি ও সার্ভেয়ারসহ বাড়ী এবং চাষের জমি বন্টন কওে আমার ভাই বোন সবাইকে জমি বুঝিয়ে দিয়ে আমাকে বিলের মাঝে জমি দেয়। কিন্তু আমার বাবা নুরুল হক খন্দকার বেঁচে থাকাকালীন সময়ে আমাকে যে জমি দিয়েছে আমি সেই জমি থেকে অন্যত্র যাবনা বলি।
পরবর্তীতে গত (২ মে) আমার বসতকৃত ঘর থেকে আমাকে উচ্ছেদ করার জন্য অভিযুক্তরা আমার ঘরের সামনে চলাচলের পথরোধ করে কলাগাছ রোপণ করে ও ঘরের চারপাশে মান্দারকাটার বেড়া দেয়। আমি বাধা দিলে তারা আমাকে লাঠিসোটা দিয়ে মারধর করে জখম করে, এসময় আমার মেয়ে খাদিজা ও আমার ছেলে বৌ নাসিমা আমাকে উদ্ধার করতে আসলে তাদেরকেও এলোপাথারি মারধর করে। এছাড়াও ঘরের আসবাবপত্র ভাংচুর করে ৩০হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
এবিষয়ে কাঞ্চন ও নবী উল্লাহ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে চলে গেলেও বিবি হালিমা বেগম মারধরের বিষয়ে বলেন, কাঞ্চন মাথা ভাঙ্গা প্রকৃতির মানুষ, মারধরের ঘটনা ঘটেছে তবে সালিসের অনুমতিতেই মিনারা বেগমের ঘরের সামনে কলাগাছ লাগানো হয়েছে।
Leave a Reply