মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি ॥ বরগুনাবাসী নিজেদের উদ্দোগে আইসিইউ’র বিকল্প হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন কেনার কাজ শুরু করেছে করোনা ইউনিটের জন্য। ইতিমধ্যে লক্ষাধীক টাকা মূলের ৩ টি মেশিন স্থাপন করা হয়েছে সেখানে। কাজ চলছে আরো ৮ থেকে ১০ টি হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন স্থাপনেরও।
এ মেশিন স্থাপনের মাধ্যমে ঝূকিপূর্ণ করোনা রোগীকে আইসিইউ’র সাপোর্ট দেয়া সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে বাচাতে প্রয়োজন হয়ে পরে আইসিইউতে উন্নত অক্সিজেন ব্যাবস্থা। তবে বরগুনা হাসপাতালে এ সুবিধা না থাকায় ভোগান্তি তৈরি হতো করোনা আক্রান্তদের।
নিজেদের হাসপাতালের সমস্য সমাধানে কাজ শুরু করে জেলাবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে সবার সহায়তা কামনা করেন কিছু সেচ্ছাসেবী সংগঠন। তখন জেলার ভিক্ষুকের থালা থেকে, শিক্ষার্থীর মাটির ব্যাংকসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ একশ থেকে লক্ষাধীক টাকা নিয়ে এগিয়ে আসে।
গত ৫ জুলাই ৪লক্ষ ২০ হাজার টাকায় প্রথম বরগুনা হাসপাতালের করোনা ইউনিটে বরগুনা বাসীর টাকায় হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন স্থাপন করা হয়। সেচ্ছাসেবী দুইজন।
এগিয়ে আসতে শুরু করেছে বিত্তবানরাও কেউ ব্যাক্তি উদ্দোগেও প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার দিয়ে কিনে দিচ্ছেন হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন। বৃহস্পতিবার সকালে মশিউর রহমান শিহাব নামের একজন একটি ও এর আগে নাভানা নামের প্রতিষ্ঠান একটি মেশিন হস্তান্তর করেন।
করোনা ইউনিটের চিকিৎসক বলছেন মুমূর্ষু রোগীকে তারা ঢাকার আইসিইউতে না পাঠিয়ে আইসিইউর বিকল্প হিসেবে হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিনের মাধ্যমে সেবা দিতে পারবেন।
আমাদের জন্য আমরা নামের ব্যাংক একাউন্টে এখনও জেলাবাসীর ১০ লক্ষ ৩৫ হাজার টাকা রয়েছে। আরো অর্থ সংগ্রহের পর করোনা ইউনিটের জন্য আরো ৫ টি হাই ফ্লো নোজাল ক্যানুলা মেশিন ও করোনা রোগীদের চিকিৎসা সামগ্রী কেনা হবে।
Leave a Reply