মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। মাননীয় প্রধানমন্তী শেখ হাছিনা সারা বাংলার উন্নয়ন নিয়ে চিন্তা করেন। শনিবার বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে তিনি এইসব কথা বলেন।
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়ছার আহম্মেদ দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে এই দেশ স্বাধীনতা অর্জিত হতনা। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভাব ছিলানা। আওয়ামী লীগের সরকার শীষ মহলের সমস্যা সমাধান করেছেন। আজ ৪০ বছর পরে আওয়ামী লীগ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জানুয়ারী মাসের প্রথম দিনে ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৫ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীর কাছে বিতরণ করা হয়েছে। এক যোগে ২৬হাজার প্রাথমিক বিদালয়কে সরকারি করণ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এই কলেজে ৭হাজার শিক্ষার্থী রয়েছে। যদি এখানে অনার্স কলেজ না থাকত তাহলে এই সকল শিক্ষার্থীগন বরিশালসহ দূরদূরান্ত গিয়ে লেখা পড়া করতে হত। তোমরা আগামী শতবর্ষ পালনে দেশকে শোষণ মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি স্পিকার আরো বলেন, ১৯৭৩ সালের ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কলেজ মাঠে এসেছিলেন। আজ মজিববর্ষে আমি এই কলেজ মাঠে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি জ্যাকব টাওয়ারে উঠেছি সর্বোচ্চ চুড়ায় থেকে চতুর দিকে সবুজ সুন্দর প্রকৃতি উপভোগ করেছি। চরফ্যাশন উন্নয়নের দিক থেকে অনেক জেলার চেয়েও আধুনিকায়ন। জ্যাকব এমপি যে উন্নয়ন করেছে তা দৃষ্টি নন্দন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্তণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার কায়ছার আলম, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ জাকারিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ, সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার প্রমুখ। বিকালে সরকারি কলেজ মাঠে চিত্র নায়ক সাকিব খান, রিয়াজ, পপি ও মৌসুমী অভিনয় ও গানে গানে মাতিয়ে তোলেছেন দর্শকদেরকে।
Leave a Reply