মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জানিয়েছে, কেউ যদি সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধ দখল বাণিজ্যে জড়িত থাকে, তাহলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে দ্রুত কেন্দ্রীয় দপ্তরে জানানো উচিত। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে কিছু দুষ্কৃতকারী জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে এবং ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদল সব সময় সোচ্চার এবং দখল বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টিকারী এসব কাজে যুবদলের কেউ যুক্ত থাকলে তদন্তের মাধ্যমে তাকে বহিষ্কারসহ দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কিছু দুষ্কৃতকারী নিজেদের অপরাধ আড়াল করতে যুবদলের পরিচয় ব্যবহার করছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, দলীয় পরিচয় ব্যবহারকারী প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহায়তা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।
তারা বলেন, যুবদলের নাম ব্যবহার করে কেউ দখল বাণিজ্যে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে। সংগঠনের কোনো সদস্য যদি এমন কাজে লিপ্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
যুবদলের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সংগঠনটি সব ধরনের অন্যায় ও দখলবাজির বিরুদ্ধে। যদি কেউ যুবদলের পরিচয়ে এ ধরনের কাজে লিপ্ত হয়, তবে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, যুবদলের পরিচয় ব্যবহার করে দখল বাণিজ্যের কোনো ঘটনা পরিলক্ষিত হলে অপরাধীকে দ্রুত আটক করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল (০১৮১৯২৯৫১০৬) এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া (০১৭১২০৬১১৯৮) এই বিষয়ে তথ্য গ্রহণ করবেন।
যুবদল জানিয়েছে, সংগঠনের কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠন সব সময় জনগণের পাশে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় থাকবে।
সংগঠনটি সবাইকে অনুরোধ জানিয়েছে, কেউ যদি যুবদলের নাম ব্যবহার করে দখল বাণিজ্য চালানোর চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় দপ্তরে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করুন।
Leave a Reply