শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভোলা থেকে উত্তোলিত গ্যাস ভোলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ভোলার নাগরিক সমাজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নাগরিক সমাজ এ অবস্থান কর্মসূচি করেন।
পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা স্লোগান তুলে বলেন, ‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করে শিল্পকারখানা নির্মাণ করতে হবে।
ভোলা জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি স্মারকলিপি গ্রহণ করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর অঙ্গীকার করেন। পরে অবস্থানকারীরা বিক্ষোভ মিছিল বের করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে তাঁদের কর্মসূচি শেষ করেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক বন্ধুজনের মহাসচিব মিঞা মোহাম্মদ ইউনুস, নাগরিক আন্দোলনের আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বিজেপি সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, শিক্ষক প্রতিনিধি কামরুল আহসান, ইমাম সমিতির নেতা হাফেজ বনি আমিন প্রমুখ।
পাঁচ দফা দাবিগুলো হলো- ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ বন্ধে উদ্যোগ নেওয়া, ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, ভোলার বিসিক শিল্পনগরীতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়া, ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়া এবং ভোলায় গ্যাসভিত্তিক সবুজ শিল্পায়ন পরিকল্পনা গ্রহণ করা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল বাংলাদেশের অনুন্নত বিভাগগুলোর একটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা গেছে, খানাভিত্তিক দারিদ্র্যের হারের দিক থেকে বরিশালের অবস্থান সর্ব শীর্ষে। শিল্পায়ন না হওয়া, শিল্পায়নের জন্য রেল যোগাযোগ বা গ্যাস সংযোগ না থাকাসহ নানা কারণে বরিশাল বিভাগের এই অনুন্নত দশা।
Leave a Reply