শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা সামনে রেখে বরগুনা মাছ বাজারে ইলিশের দাম বেড়েছে। শেষ মুহূর্তের কেনাকাটায় মাছ বাজারে ভিড় করছে সাধারণ মানুষ।
আগামী ৪ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিতরণ মজুদ নিষিদ্ধ থাকবে। এ কারণেই বরগুনাসহ পাশের উপজেলাগুলোতে ইলিশের দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশের কেজি প্রতি ১৭ শ’ টাকায় বিক্রি হচ্ছে। একই সাইজের ইলিশ আগে বিক্রি হতো ১২ শ’ টাকা দরে। তবে ছোট ইলিশের দাম সবসময় ওঠানামা করে। ইলিশসহ অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে।
একজন মাছ বিক্রেতা বলেন, সাগরে ২২ দিনের অবরোধ দেয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে মাছ বাজারে মাছ কেনার জন্য ভিড় করছে ক্রেতারা।
কমিশন এজেন্ট ইদ্রিস ট্রেডার্স প্রো: মো: আবুল কালাম আজাদ বলেন, বিগত মাছ ধরা নিষিদ্ধ সময় বাজারে মাছের সঙ্কট থাকায় এ বছরকে তারা তাদের পছন্দ অনুযায়ী মাছ কিনে মজুদ করছে। মাছের চাহিদা বেশি থাকার কারণে দামটা আগের তুলনায় একটু বেশি।
একজন ক্রেতা জানান, গত সপ্তাহের দামের তুলনায় এখন ইলিশসহ বেশ কিছু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এতে বেড়ে গেছে দৈনন্দিন বাজার খরচ।
বঙ্গোপসাগরে ও নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধিতে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমার (অক্টোবর মাস) আগে ও পরে মোট ২২ দিন দেশের নদী ও সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপরও মার্চ-এপ্রিলে পাঁচটি, নভেম্বর-ডিসেম্বরে একটি অভয়াশ্রমে দু’মাস করে এবং গভীর সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আমরা সচেতনমূলক মাইকিং করা, ব্যানার ও ফেস্টুন লাগানোর পর থেকেই সাধারণ মানুষ নিষেধাজ্ঞা শুরুর আগে মাছ কিনতে শুরু করেছে। এতে করে মাছের দাম একটু বেড়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম ক্রেতার হাতের নাগালে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
Leave a Reply