মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ আমার সব ভাঙ্গে-চুইরে লইয়ে যাচ্ছে। যা নিতে পারছি তা নিয়ে উঁচু জায়গায় উঠছি। কি করমু, যাওয়ার তো কোনো জায়গা নাই।’ কথাগুলো বলছিলেন বরগুনার বিষখালী নদীর তীরবর্তী মাঝের চর এলাকার রেনু বেগম। জোয়ারের পানিতে সব হারিয়ে এভাবেই নিজের কষ্টের কথা জানান তিনি।
সাগরের জোয়ারে পানি বাড়ছে বিষখালী নদীতে। পানির চাপে নদীর পাড়ের বেড়িবাঁধের ৮-১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রতিদিন প্লাবিত হচ্ছে ২০-২৫টি গ্রাম। বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে প্লাবিত এলাকার মানুষ।
বাঁধ ভেঙ্গে নদীর পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকছে। বসত বাড়িতে পানি ঢুকছে হুহু করে। ভেঙে পড়ছে ঘরের চাল। তাই সংসারের আসবাবপত্র নিয়ে একটু উঁচু স্থানের আশায় ছুটছে রেনু বেগমের মতো হাজারো মানুষ। বাড়ির উঠান, সড়ক এমনকি তাদের ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে।
বুধবার থেকে বরগুনার প্রধান দুটি নদী পায়রা ও বিষখালীতে জোয়ারের পানির চাপ বাড়ে। এতে এখন পর্যন্ত মাঝের চরের ৬টি ও পাথরঘাটার পদ্মা এলাকায় ৪টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রতিদিন পানিতে ৮-১০ ঘণ্টা তলিয়ে থাকছে পাকতে শুরু করা শত শত একর জমির ধান। কৃষকরা বলছেন, বাঁধ মেরামত না হলে আবাদ হবে না রবি ফসলও।
বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ জানান, দ্রুত বাঁধ মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ভুক্তভোগীদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
Leave a Reply