মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী সদর ইউনিয়ন পরিষদের সদস্যের স্ত্রীর বিষপানে মৃত্যু হয়েছে। বেতাগী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলামের স্ত্রী মোসা. রুনু বেগম (৫০) গত রবিবার বিষ পান করেন।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এ্লে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার অবস্থার অবনতি দেখে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গতকাল বুধবার মোসা. রুনু বেগমের অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার রাতে রুনু বেগমের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য শহিদুল ইসলাম দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী বিষয়টি মানতে না পেরে আত্মহত্যার উদ্দেশ্যে বিষ পান করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি। বেতাগী থানা পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে রুনু বেগমের লাশ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply