মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলী সরকারি কলেজের প্রভাষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. হোসেন আহম্মদ অনলাইন ক্লাস করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। ক্লাস বন্ধ করে আইসিটি ল্যাবটি লকডাউন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন থেকে আমতলী সরকারি কলেজে অনলাইন ক্লাস শুরু হয়। প্রায় ২৫০ জন শিক্ষার্থী এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য গ্রুপে যুক্ত হয়। ৩০টির মতো ক্লাস/লেকচার অনএয়ার করা হয়। এজন্য কলেজের আইসিটি ল্যাবটিকে অনলাইন ক্লাসের উপযোগী করে সজ্জিত করা হয়। প্রতিদিন ২টি করে ক্লাস নেওয়া হতো। এক সপ্তাহ পূর্বে হোসেন আহম্মদ করোনায় আক্রান্ত হন। পরে ইংরেজি শিক্ষক মো. মুজিবুল হক, রসায়নের সাইফুল ইসলাম, হিসাব বিজ্ঞানের মনিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইউসুফ আলী করোনা উপসর্গ নিয়ে বর্তমানে হোম কোয়ারিন্টিনে থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন। ভয়ে আর কোনো শিক্ষক অনলাইন ক্লাস নিতে চাচ্ছেন না। এ কারণে বাধ্য হয়ে শুক্রবার থেকে অনলাইন ক্লাস বন্ধ করে আইসিটি ল্যাবটি লকডাউন করে দেয়া হয়েছে।
অনলাইন ক্লাসের দায়িত্বপ্রাপ্ত আইসিটি বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম তালুকদার মুঠোফোনে বলেন, বর্তমানে শিক্ষকদের মাঝে একরকম ভীতি বিরাজ করছে। অধ্যক্ষের নির্দেশে আপাতত অনলাইন ক্লাস বন্ধ করে আইসিটি ল্যাবটি লকডাউন করে দেওয়া হয়েছে।
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, গতকাল থেকে অনলাইন ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। করোনা আক্রান্ত শিক্ষক হোসেন আহমেদ সুস্থ আছেন। স্বাস্থ্য ও শিক্ষা সচিব দু’জনেই তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন।
Leave a Reply