মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে বজ্রপাতে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে। বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন।
রবিবার (৩১ মে) দুপুর ১টার দিকে প্রচন্ড বজ্র বৃষ্টি হচ্ছিল এমন সময় বাইজিদ আহম্মেদ সোহাগ (২২) , ঘাস খেতে থাকা তাদের পালিত গরু বিলে আনতে যায়।
পথিমধ্যে সে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। নিহত সোহাগ উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের নিসু হাওলাদারের পুত্র।
তার এ বছর আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. আবু জাফর মিয়া জানান, ঘটনার সময় সোহাগ বিলে বাঁধা তাদের পালিত গরু আনতে যায়।
তাদের গরু কাছাকাছি যাওয়ার পূর্বেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় তার কাছাকাছি থাকা আব্দুল মন্নানের পালিত একটি গাভিন গরুও বজ্রপাতে মারা যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply