মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ দেশের সকল শিল্প কারখানা খুলে দেওয়ায় কর্মস্থলে যাওয়ার জন্য ভোলা ইলিশা ফেরিঘাটে শ্রমিকদের ভিড়।
করোনা ভাইরাসের কারণে বন্ধ রাখা শিল্প-কারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলে জেলার বিভিন্ন এলাকার শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ফেরিঘাট এসে জড়ো হয়। কিন্তু যাওয়ার জন্য লঞ্চ কিংবা ফেরিতে যেতে না পেরে এসব শ্রমিকরা ইলিশ ঘাটে যাওয়ার অপেক্ষায় অবস্থান নিচ্ছে এসব শ্রমিকরা।
একাধিক শ্রমিক বলেন, করোনা ভাইরাসের কারণে শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হয়। কাল থেকে আবারো শিল্প কারখানা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। সেজন্য আমরা কর্মস্থলে যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছি। কিন্তু সকল প্রকার নো চলাচল বন্ধ থাকায় আমরা কর্মস্থলে যেতে পারছিনা। এখন সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদেরকে কর্মস্থলে যাওয়ার ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা খুবই বিপদে পরবো। সময় মত যদি আমরা কর্মস্থলে যেতে না পারি তাহলে আমাদের চাকরিতে যোগদানের ভোগান্তি পোহাতে হবে।
Leave a Reply