মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর সামরাজ এলাকা থেকে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও দুই হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
অভিযানের সময় জালে আটকে থাকা ৮০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে চরকচ্ছপিয়ার দুইটি এতিমখানায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, শনিবার সকালে মৎস্য কর্মকর্তার নির্দেশে চরকচ্ছপিয়া কোস্টগার্ডের অফিসের সামনে জব্দকৃত তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও দুই হাজার মিটার চরঘেরা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Leave a Reply