সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করন ও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবীতে সাংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছেন ভোলা জেলার শিক্ষক ভোলা জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম।
আজ শনিবার (৫ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সম্পাদক ফোরামের রফিকুল ইসলাম।
পরে ভোলা সদর উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো: আবু তাহের, সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জেলা। সদর উপজেলা বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের সম্পাদক মূসা কালিমুল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,সহকারী শিক্ষক ও কর্মচারীরা।
সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় তারা সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা জাতীয় করন ও তাদের বেতন হতে পেনশন সুবিধার জন্য আরো অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবী জানিয়ে বলেন, আমাদের যা বেতন তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায় তার উপর আবার ৪% কর্তন বৃদ্ধি করেছে সরকার এমন হলে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যাবে। সরকার কোন সুযোগ সুবিধা বৃদ্ধি না করেই আরো ৪% অতিরিক্ত কর্তন করছে।
Leave a Reply