সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :বরিশালে খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনসহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর কৃষক ফেডারেশন। আজ বুধবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কৃষক নেতা হারুন ভান্ডারীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক মোঃ হালিম মোহরী, কিষানী সভা বরিশাল জেলা সভানেত্রী ও কেন্দ্রীয় সহ-সভানেত্রী রেহানা বেগম মিতু, সাধারন সম্পাদিকা রেনু বেগম, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন, বরিশাল মহানগর সদস্য মোসাঃ হাওয়া বেগম, জেলা সদস্য তাহের উদ্দিন মন্টু, জেলা সদস্য মঞ্জু বেগম ও কৃষানী নেত্রী ইয়াসমিন বেগম।
সভায় বক্তারা, নগরীর রসূলপুরসহ সকল খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করে দেয়া সহ সরকারের খাসজমি বরাদ্দের ঘোষণার অপব্যবহার বন্ধ করা, রসূলপুর চর সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিহীনদের কাছ থেকে চাঁদাবাজী আদায় বন্ধ করা এবং ও দূর্নীতিবাজ চক্রকে অভিলম্বে গ্রেফতার করার দাবী জানানো হয়। পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply