সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ দাবিকৃত চাঁদা না দেয়ায় এয়ারপোর্ট থানাধীন সোলনা গ্রামে প্রবাসী নুরুল আমিন সিকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আজ সকাল সাড়ে ১০টায় সোলনার তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল ওই এলাকার আঃ মতিন সিকদারের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্র জানায়, গত কয়েক মাস পূর্বে বরিশাল এয়ারপোর্ট থানাধীন সোলনা গ্রামের নুরুল আমিনের স্ত্রী ফাতেমা বেগম স্থানীয় সফেদ আলীর ছেলে আঃ খালেকের কাছ থেকে ৩১ শতাংশ জমি ক্রয় করেন। ওই ক্রয়কৃত জমিতে ঘর তুলতে গেলে একই এলাকার ফরিদ সিকদার ও বেল্লাল সিকদার, ওমর সিকদার ও স্ত্রী মিনারা বেগম বাধা দেয়।
ফরিদসহ অন্যান্যদের চাঁদা না দিলে ওই জমিতে ঘর তুলতে দেয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। এছাড়া ওই জমি তাদের বলে দাবি করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব হলে ঘটনার দিন আজ সকালে ফরিদ সিকদার ও বেল্লাল সিকদার, ওমর সিকদার ও স্ত্রী মিনারা বেগমসহ অজ্ঞাত ৫/৬ জন অতর্কিত হামলা চালিয়ে নুরুল আমিনকে কুপিয়ে জখম করে।
এ সময় সন্ত্রাসীরা তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় ও এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যা করে লাশ গুম করে দেয়ার হুমকি দেয়া হয়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।
Leave a Reply