মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি।। ভোলায় বেড়িবাঁধে অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ঈদ উপহার দিলো ভোলা জেলার অন্যতম সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার।
আজ ২৩ মে শনিবার বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি বেড়িবাঁধে আনন্দ পাঠশালার শিক্ষার্থী সহ বেড়িবাঁধের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার দেওয়া হয়।
হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ বলেন আমাদের সংগঠনের প্রতি সদস্যর নিরলস প্রচেষ্টায় আমরা হেল্প এন্ড কেয়ার সংগঠন প্রতি বছর ঈদের আগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই বেড়িবাঁধের শিশুদের সাথে। সেই ধারাবাহিকতায় এবার আমরা আমাদের আনন্দ পাঠশালা সহ বেড়িবাঁধের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার তুলে দিয়েছি। আমাদের আহবান থাকবে সমাজের বৃত্তবানরাও তাদের নিজ নিজ স্থান থেকে হতদরিদ্রদের পাশে এগিয়ে আশার জন্য।
ঈদ উপহারের মধ্য ছিলো গুরা চাউল, সেমাই, লুডুস, তৈল, দুধ, সহ প্রয়োজনি ঈদ সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলার অন্যতম ব্যবসায়ি তরিকুল ইসলাম কায়েদ, হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ, সদস্য রিয়াজ উদ্দিন বিপু, সাধারণ সম্পাদক ও আনন্দ পাঠশালার প্রধান শিক্ষক সিয়াম আহমেদ, সুমন, রাজিব, তাওসান প্রমূখ।
Leave a Reply