মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় সংঘবদ্ধ ছিনতাইকারী দল আটকের পর তাদের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়াসহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে রাজাপুরে এই বিক্ষোভ ও প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রতিবাদকালে তারা ফেসবুকে এসব মিথ্যা তথ্য পোস্টকারীদের খুঁজে বের করে তাদের আটকের দাবি জানান।
উল্লেখ্য, তিন দিন আগে রাতে রাজাপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দলকে ধাওয়া করে। পরে পুলিশ ওই চক্রকে গ্রেফতার করে।
এর পর ওই ছিনতাইকারীদের পক্ষ নিয়ে ওই চক্রের সদস্যরা ফেক আইডি ব্যবহার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিভিন্ন মন্তব্য পোস্ট দিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে।
এ বিষয়ে হেলাল উদ্দিন জানান, লকডাউনের সুযোগ নিয়ে ওই এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাই বেড়ে গেছে। ওই দিন রাতে খবর পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হই। ওই সময় পুলিশও ছুটে এসে চক্রটির সদস্যদের ধরে ফেলে। অথচ ওই চক্রের সদস্যরা ফেসবুকে মিথ্যা তথ্য পোস্ট দিয়েছে।
Leave a Reply