মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরিশাল থেকে বরগুনা যাওয়ার সময় বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কার্গো ডুবি হয়েছে। রোববার ভোররাতে বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কার্গোর মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে সারবোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌছান।
নদীতে বরগুনামুখী স্রোতের অপেক্ষায় রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গোটি নোঙর করে রাখা হয়। এক সময় মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পেছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা ওঠানোর চেষ্টা করে শ্রমিকরা। ৬০-৭০ বস্তা সার তোলার পর বাকিটা নদীতে তলিয়ে যায়।
রামনা ইউপি চেয়ারম্যান আআব্দুল খালেক জমাদ্দার বলেন, কার্গোর পেছনের অংশের ওজন বেশি হওয়ায় চরে আটকে ডুবে যায়।
বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন বলেন, ভাই ভাই ট্রেডার্স ও মিলন ট্রেডার্সের ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গোটি বিষখালী নদীতে ডুবে গেছে। এতে প্রায় ২২-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply