মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
লালমোহন প্রতিনিধি॥ ভোলার পৌর শহরে প্রতিদিন শতাধিক কুকুরকে খাদ্যসামগ্রী দিয়ে ব্যতিক্রমী কার্যক্রম চালু রেখেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার দুপুরে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে থাকা এসব কুকুরকে খাবার দেয়া হয়। বেওয়ারিশ এসব কুকুর সাধারণত লালমোহন পৌর শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরার উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে।
কিন্তু করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের জন্য লালমোহন পৌর শহরের হোটেল-রেস্তোরা বন্ধ রয়েছে। ফলে কুকুরগুলো অভুক্ত অবস্থায় রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন নিজেই প্রতিদিন এদের খাবারের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জানান, করোনা সংক্রমণ মোকাবিলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে থাকা এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরে থাকলেই এলাকার সব গৃহহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।
Leave a Reply