বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ করোনা পজিটিভ হওয়ার পরও পটুয়াখালী শহরের নোভা ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন ডা. মাহমুদুর রহমান। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হাসপাতালাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শনিবার দুপুরে সদরের ইউএনও লতিফা জান্নাতী ও সদর থানার ওসি আক্তার মোর্শেদ উপস্থিত হয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারটি তালা লাগিয়ে দেন। এদিকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইউএনও লতিফা জান্নাতী জানান, করোনা পজিটিভ হওয়ার পরও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন ডা. মাহমুদুর রহমান। এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলায় অনির্দিষ্টকালের জন্য নোভা ডায়াগনস্টিক সেন্টারকে লকডাউন করা হয়েছে।
Leave a Reply