মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের বর্তমান করোনা দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কৃষিতে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার নির্দেশে তজুমদ্দিন ও লালমোহনের কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেই লক্ষ্যে কৃষকদের হাতে উন্নত জাতের বীজ ও সার তুলে দিচ্ছি আমরা। শুক্রবার সকালে তজুমদ্দিনের চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণের উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।
এমপি শাওন বলেন, কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের সুবিধার্থে ভর্তুকি দিয়ে বিভিন্ন কৃষিপণ্যসহ যন্ত্রপাতি দিয়ে যাচ্ছেন। এ সময় করোনা থেকে বাঁচতে সবাইকে প্রধানমন্ত্রীর ৩১ বিধি মেনে চলার জন্যও জানান তিনি।
এ ছাড়াও সরকারের কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে দুটি উপজেলায় দুটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ এবং তজুমদ্দিনের ৩শ’ কৃষকসহ দুই উপজেলার ১১শ’ প্রান্তিক কৃষকের হাতে নিজস্ব অর্থায়নের মাধ্যমে উন্নত জাতের সবজি বীজ ও সার তুলে দেন এমপি শাওন।
পরে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে নিজ অর্থায়নে ৫শ’ হতদরিদ্রের মাঝে ইফতারসামগ্রীও বিতরণ করেন তিনি।
Leave a Reply