মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ইদগাহ মাঠে “মানুষ মানুষের জন্য” কর্মসুচির আওয়াতায় উপজেলার ২১ ইউনিয়নের ১২শ’ আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের মধ্যে খাদ্য,আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা-৪ চরফ্যাসন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সুয্যেগ্য নেতৃত্বে করোনা সংকটে চরফ্যাসন ও মনপুরার সকল পেশা শ্রেনীর মানুষের পাশে এসে দাড়িয়েছি। মানুষের বিপদে পাশে দাড়ানোই আসল বন্ধুর পরিচয়। এখানে বিএনপির আরোও একজন সংসদ সদস্য ছিলেন তিনি ভোটের আগে এলাকায় আসেন কিন্তু দুর্যোগকালীন সময়ে তিনি জনগনের পাশে আসেনি। গত তিনদিনে চরফ্যাসন ও মনপুরা আমার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত অর্থয়ানে গঠিত “মানুষ মানুষের জন্য” কর্মসুচির আওয়াতায় তৃতীয় ধাপে আরও ২০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে। সবাইকে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি আরও বলেন,নিজের,পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশে যত দুর্যোগ আসুক,শেখ হাসিনার সরকার ক্ষমতায় ইনশাল্লাহ দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কাউকে না খেয়ে অনাহারে থাকতে হবে না।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়ার বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।
Leave a Reply