মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে ভোক্তা সংরক্ষণ আইনে রমজান বেকারীসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
শনিবার বিকেলে নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে রমজান বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশিষ রায় উপজেলার জগন্নাথকাঠি বন্দরে আভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রির দায়ে আমেনা ফার্মেসীকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফার্মেসীকে ৩ হাজার টাকা মুল্য তালিকা প্রদর্শন না করায় মাহমুদকাঠির ফিরোজ পোল্ট্রির দোকানকে ১ হাজার ও অপরিস্কার ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে থানা রোড়ের তানবির রোস্তরাকে ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে সেনিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো. হারুন অর রশিদ ও নেছারাবাদ থানা পুলিশ সহায়তা করেন। ইউএনও মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply