সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
শালিণ্য বাকেরগঞ্জ শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ নাহিদ মীর ২০১৮ শালিণ্য শ্রেষ্ঠ কর্মী অ্যাওয়ার্ড অর্জন করেছেন।গতকাল শালিণ্য কেন্দ্রীয় প্রোগ্রাম বিভাগের আয়োজিত বিজয় উৎসবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন শালিণ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল খালেক বিশ্বাস কায়সার এসময় উপস্থিত ছিলেন শালিণ্য সম্পাদক কিশোর কুমার বালা ও প্রধান সমন্বয়ক মিন্টু কর সহ অন্যান্য অতিথীবৃন্দ ও শালিণ্য কর্মীবৃন্দ।
নাহিদের সাথে কথা বললে সে জানায় দীর্ঘ এক বছর যাবৎ সে শালিণ্য সংগঠনের সাথে কর্মী হিসেবে দায়িত্ব পালন করছে এবং সংগঠন অর্পিত সকল শর্ত যথাযথভাবে পালন করেছে আর তারই ফল সরুপ এই সম্মাননা সে পেয়েছে। সংগঠনের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে শালিণ্য সম্পাদক কিশোর কুমার বালার অনুপ্রেরণাই আমি আজ এপর্যন্ত এসেছি আগামীতেও এ পথচলা অব্যহত থাকবে।
Leave a Reply