শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধিঃ ‘মুজিব, দ্য মেকিং অব ও নেশন’ শীর্ষক সেমিনার ও ইন্দো বাংলা প্রেসক্লাব, কলকাতা’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান এমপি তিন দিনের সরকারী সফরে ভারতে গেলেন।
শুক্রবার সকাল ৮টায় তিনি বাংলাদেশ থেকে বিমান যোগে ভারতের নেতাজী সুবাষ চন্দ্র বোস বিমান বন্দরে অবতরন করেন।
বিমান বন্দর থেকে তিনি কলকাতার পিয়ারলেস হোটেলে বিশ্রাম নেন। বিকাল ৪টায় তিঁনি কলকাতার নন্দন-৩ এ ‘মুজিব, দ্য মেকিং অব ও নেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শনিবার রাত ৮টায় তিঁনি ৫ জেবিএস হলডেন এভেনিউতে ইন্দো বাংলা প্রেসক্লাব, কলকাতা আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুনী সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরন করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply