সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ মনপুরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দুপুরের খাবার (মিড-ডে মিল) চালু করেছেন স্কুল কর্তৃপক্ষ। অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা হারে টাকা নিয়ে দুপুরে মিড-ডে মিল চালু করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল চালু করেছেন স্কুল কর্তৃপক্ষ। সরকারের সিদ্বান্ত মোতাবেক উপজেলার প্রায় সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মিড-ডে মিল চালু করার খবর পাওয়া গেছে।
মিড-ডে মিল আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের সাথে অংশগ্রহন করে উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। এই সময় উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ,অফিসার ইনচার্জ মো: ফোরকান আলী হাওলাদার,মাধ্যমিক শিক্ষা অফিসার খান মো: টিপু সুলতান,প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন ,সাংবাদিক ছালাহউদ্দিন,আবদুল্যাহ জুয়েল,মামুনসহ স্কুলের সতল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মিড-ডে মিল চালু হওয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে খুশির আমেজ লক্ষ করা গেছে।
Leave a Reply