রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন
মাসুদ রানা : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা আ‘লীগ সহ-সভাপতি স্বাচিব নেতা ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক,
সাধারণ সম্পাদক মো. অজিজুল হক সেলিম মাতুব্বর, যুবলীগ নেতা মো. শাকিল আহমেদ নওরোজ, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
Leave a Reply