মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে জলদস্যু ফারুক মাঝি ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ২নং ইলিশা ইউনিয়ন পরিষদ ও ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ । আজ ১৯ অক্টোবর (শনিবার) সকালে ভোলা জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে তারা।
ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সরওয়ার্দী মাস্টার লিখত বক্তব্যে বলেন, ২নং পূর্ব-ইলিশা ইউনিয়ন একটি শান্তি প্রিয় এলাকা। কিন্তু ৩নং ওয়ার্ডের বাসিন্দা মেঘনা নদীর চিহ্নিত জলদস্যু ফারুক মাঝি ও তার বাহিনী মেঘনা নদীতে জলদস্যুতা,খুটি ও বিহিন্দী জাল দিয়ে মাছ শিকারের নামে মাছের রেনু নষ্ট করাসহ ইলিশা ইউনিয়নের জুয়া,মাদক সহ সকল অপরাধ চালিয়ে যাচ্ছে। সে নোয়াখালী,মাঝের চর,মদনপুর,রাজাপুর ও শান্তির হাট এলাকা থেকে ৩নং ওয়ার্ডে জেলেদের এনে পূর্ব-ইলিশা ইউনিয়ের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়ার নামে জেলেদের জন্য বরাদ্ধকৃত পূর্ণবাসনের চাল আত্মসাৎ করার বিক্ষোভ করায়। সে পূর্ব-ইলিশা ইউনিয়ের শান্তি নষ্ট করার জন্যই এই সব কাজ করছে। ইলিশা ইউনিয়ের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া ২৭৫০ জন জেলের মধ্যে সুষ্ঠ ভাবে সরকার বরাদ্ধকৃত ২০ কেজি করে চাল বিতরন করেছেন। তিনি কোন ধরনের অনিয়ম করেননি চাল বিতরনে।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব-ইলিশা ইউনিয়ন চেয়ারম্যান হাসানাইন আহেমেদ হাসান মিয়া,ইউনিয়ন আ’লীগ সভাপতি মিয়া সিরাজ, সহ-সভাপতি হোসেন মিয়া,পূর্ব-ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া সহ প্রমুখ।
Leave a Reply