সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পশু মজুদ থাকলেও করোনার কারণে হাটে রয়েছে ক্রেতা সংকট কোরবানির পশুর উপযুক্ত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের, আছে পুঁজি হারানোর শঙ্কা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই গরু মোটাতাজা ও লালন পালন করেন খামারি ও কৃষকরা।
ঈদে লাভের আশায় হাটে তোলেন পশু। এবারও তার ব্যতিক্রম নয়। কোরবানির পশুর হাটে খামারি ও কৃষকরা তাদের পশু নিয়ে হাজির হলেও হাটে নেই বিক্রেতার সমাগম। যারা আসছেন তাদের অনেকেই পড়ছেন না মাক্স।
গত বছর কোরবানির ঈদের আগে ভোলার পশুর হাটগুলো ক্রেতা-বিক্রেতাদের সরগরম থাকলেও করোনার প্রভাবে এবার পাল্টে গেছে চিত্র। বিক্রেতা থাকলেও সে অনুযায়ী ক্রেতা না থাকায় কমে গেছে দাম। জেলার ভোলা সদর, বাংলাবাজার, বোরহানউদ্দিন, বোরহানগঞ্জ, রাস্তার মাথা, মনিরাম, কুঞ্জেরহাট, ডাউরি, লালমোহন, গজারিয়া ও চরফ্যাশন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের একজন বলেন, ‘গরুর বাজার খুবই খারাপ ৫০ হাজার টাকার গরু এখন বেচা যায় ৩৫-৪০ হাজার টাকায়। ক্রেতা না থাকায় ছাগল-গরুর বেচাকেনা হচ্ছেনা বললেই চলে।
ক্রেতারাও জানান, গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম কিছুটা কম। কারণ জানতে চাইলে মো. আনোয়ার হোসেন নামে একজন ক্রেতা জানান, করোনা মহামারির কারণে মানুষ কর্মহীন, কোরবানি দিবে এমন মানুষের সংখ্যা ২০%। এর প্রভাবে বাজারে পশুর দাম কম।
Leave a Reply