বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হল- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জুয়েল দাশ, সনজিত দাশ, রামসাগর দাশ ও ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসাননগর এলাকার কৃষ্ণ দাশ।
বিজিবি জানায়, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ৪ জনকে আটক করা হয়। তাদের বাড়ী চট্টগ্রাম ও ভোলা জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
Leave a Reply