সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শেখ কামাল পৌর অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মো: মহিউদ্দীন মহারাজ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজ এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও অতিথিরা স্মার্ট কার্ডের ব্যবহার ও এর সুফল নিয়ে আলোচনা করেন এবং পর্যায়ক্রমে উপজেলায় মোট ৯৬ হাজার ৯জন স্মার্ট কার্ড পাবেন বলে জানান।
Leave a Reply