সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগীতে থানার পাশে দিনে-দুপুরে ফ্লাটের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টায় মধ্যে পৌর শহরের সরকারি কলেজের সামনে এবং বেতাগী থানার পঞ্চাশ গজ দক্ষিণ পাশে প্রধান সড়কের পাশে সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুস ছত্তারের মানছুড়া মঞ্জিলে দ্বিতীয় তলার এ চুরি সংগঠিত হয়েছে।
ফ্লাটের প্রধান দড়জার তালা হুক কেটে চোর ভিতরে প্রবেশ করে। বাসার স্টিলের আলমিরা ভেংগে ১৫ ভরি স্বর্ণ এবং নগদ আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। এ সময়ে বাসার কোনো লোক ছিল না।
থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির ঘটনাস্থান পরিদর্শন করেন।
থানার পাশে এহেন চুরি হওয়ায় জনমনে আতংক বিরাজ করেছ এবং থানা পুলিশের নিরাপত্তা নিয়েও রহস্যজনক বলে উপস্থিত উৎসুক জনতা জানিয়েছেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে, ভবনটির দুড়ত্ব থানা থেকে ৫০ জজের বেশি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply