শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে মাসুদ সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আরিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে থানায় সাইবার আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় মাসুদ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ সিকদার তার ব্যক্তিগত ফেসবুকে বরিশাল সিটি করপোরেশন এবং এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে অপপ্রচার চালিয়েছেন।
গ্রেপ্তারকৃত মাসুদ সিকদার বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নিজেকে যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিলেন। তবে মহানগর যুবলীগে তার কোনো সাংগঠনিক পদ নেই বলে জানা গেছে। ইতোপূর্বে বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারিয়ে পরাজিত হন তিনি।
বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ আহসান উদ্দিন রোমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply