সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হারের দিক থেকে এবারে পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নীচের অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। গতবছর সবার শীর্ষে অবস্থান ছিল ভোলা জেলার, যার অবস্থান এবার পঞ্চম।
রবিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ফলাফল ঘোষণা করেন।
বরিশাল শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলায় মোট পাশের হার ৯০ দশমিক ৯৭। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৬৪। তৃতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৯০ দশমিক ৫২।
চতুর্থ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৮৯ দশমিক ৬০। পঞ্চম অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৮৯ দশমিক ২৭ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৩ দশমিক ৮০।
Leave a Reply